Md Forhad Hossain
আমি মোঃ-ফরহাদ হোসাইন, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার ও ডিজিটাল মার্কেটিং ট্রেইনার (ইনোভেটিভ আইটি ,রংপুর )। বিগত ৬ বছর ধরে ফ্রিল্যান্সিং পেশায় জড়িত এবং সেই সাথে ৩ হাজার মানুষকে ডিজিটাল মার্কেটিং স্কিল শেখাতে পেরে আমি আনন্দিত। আপনারা আমার ইউটিউব চ্যানেলে SkillUp Institute দেখতে পান যে কত শত মানুষ আমার ক্লাইন্ট হান্টিং টেকনিক, পোর্টফোলিও ও মেসেজ টেম্পলেট দিয়ে তারা সফলতার সাথে আর্নিং করছে। সামনে আমার টার্গেট শিক্ষিত বেকার ভাইবোনদের সফল ফ্রিল্যান্সারে প্রতিষ্টিত করা।